বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া উত্তপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের কাছে লিচুবোঝাই ট্রাক থেকে ১৭৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় ট্রাকের মালিক ও চলককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপরে র্যাব-১২ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন: সাতক্ষীরার কলিগঞ্জ থানার দুদলী গ্রামের মীর আলমগীর হোসেনের ছেলে ও চালক মীর মকলুকাত হোসেন ওরফে আসিফ (৩৩) ও যশোরের শার্শা থানার কল্লাদহ গ্রামের নুর ইসলামের ছেলে ও ট্রাক মালিক দেলোয়ার হোসেন (২৬)।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্পের ডিএডি ইলিয়াস হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর থেকে ঢাকাগামী ট্রাকটি চড়িয়া উত্তপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের কাছে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে ট্রাকের বডির নিচে বিশেষ কায়দায় রাখা ১৭৬০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক এবং ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৬ মে, ২০১৬/ আফরোজ