খাগড়াছড়ির আলুটিলায় ডাল ভর্তি একটি ট্রাক উল্টে আজাদ আলী (৩৫) নামে এক হেলপার নিহত হয়েছে।
আজ সকাল ১০টার দিকে আলুটিলায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় আরো দুই জন গুরতর আহত হয়েছেন। এরা হলেন, ট্রাক চালক হাসমত আলী (৩০)ও যাত্রী ইউসুফ (৪০)।
আহত দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত আজাদ আলীর বাড়ী চট্টগ্রামের হাট হাজারি উপজেলায়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুউদ্দিন ভূইয়া জানান, ট্রাকটি চট্টগ্রাম থেকে ডাল নিয়ে রাঙামাটির লংগদু আনসার ক্যাম্পে যাচ্ছিল।
খাগড়াছড়ি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নয়ন ময় ত্রিপুরা জানান, হাসপাতালে আনার পূর্বেই একজন মারা গেছেন। আহত অপর দু’জনের আবস্থা গুরতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২৭ মে ২০১৬/ হিমেল-০৫