জামালপুরের বকশিগঞ্জ উপজেলার ষাড়ামারা বাজারে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে সাত জন আহত হয়েছেন।
শুক্রবার বিকেল ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- স্বপন (২৬), শাহ আলম (২২)। তাদের দু'জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের নামপরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদারের বিপক্ষের ছাত্রলীগ কর্মীরা ষাড়মারা বাজারে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলো। এসময় জুমান তালুকদারের কর্মীরা তাদের বাঁধা দিলে দু’গ্রুপের সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের সাত জন আহত হন।
বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ২৬ মে ১৬/ সালাহ উদ্দীন