ইউনিয়ন পরিষদে কোন প্রকার অনিয়ম চলবে না। হতদরিদ্রদের ন্যায্য অধিকার যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হবে। ইউনিয়ন পর্যায়ে সামন্য অনিয়মের কারণে সরকারের দুর্নাম হয়। এই দুর্নাম ঘুচিয়ে আনা হবে’। কথাগুলো বলেছেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা। আজ ওই ইউপির ভিজিডির চাল বিতরণকালে সুবিধাভোগীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
নবনির্বাচিত চেয়ারম্যান বাদশার এই কথা শুনে অনেকে চাল না নিয়ে গোপনে চলে যান। এরা বিগতদিনে চেয়ারম্যান মেম্বারদেরকে ভুল বুঝিয়ে বা বিশেষ কোন সুবিধা দিয়ে ভিজিডি তালিকাভুক্ত হয়েছিলো বলে অভিযোগ রয়েছে। আজ ওই ইউনিয়নে ২শ’ ২২জন ভিজিডি সুবিধাভোগীর মধ্যে ৮৭ জন চাল নিয়েছেন।
চেয়ারম্যান বিধি মোতাবেক প্রকৃত হতদরিদ্রদেরকে চাল দেওয়ার ঘোষনা দিলে কার্ডধারীদের উপস্থিতি কমে যায়। তবে চেয়ারম্যান জানান, যেহেতু সুবিধাভোগীদের তালিকা পূর্বের চেয়ারম্যান ও মেম্বারদের সময়ে করা সেহেতু ওই তালিকা অনুযায়ী চাল বিতরণ চলবে। ভবিষ্যতে সকল প্রকার অনিয়মের উর্ধ্বে থেকে তালিকা তৈরী করা হবে বলেও চেয়ারম্যান ঘোষনা করেন।
বিডি প্রতিদিন/ ২৭ মে ২০১৬/ হিমেল-১৯