প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, শিক্ষাবান্ধব শেখ হাসিনার সরকার বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। তাই শিক্ষার্থীদের মানুষের মতো গড়ে তুলতে মায়েদের কোনো বিকল্প নেই। এজন্য মায়েদের এগিয়ে এসে শিশুদের ভবিষ্যত গড়ে তুলতে হবে।' মন্ত্রী আজ শনিবার সকালে কানসাট সোলেমান ডিগ্রি কলেজ মাঠে মা সমাবেশে একথা বলেন।
স্থানীয় সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুহা. গোলাম মোস্তফা, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, কানসাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম প্রমুখ।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, 'গণবিচ্ছিন্ন জামায়াত-বিএনপি শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে। আর শেখ হাসিনার সরকার বিদ্যালয়ের নতুন নতুন ভবন নির্মাণ করে শিক্ষার প্রসার ঘটিয়ে চলেছে। শিক্ষার উন্নয়নে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে।' একটি শিশুও যেন বিদ্যালয় থেকে ঝরে না পড়ে এজন্য শিক্ষক-অভিভাবকসহ সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
বিডি-প্রতিদিন/২৮ মে ২০১৬/শরীফ