মাগুরা সদরের রায়গ্রাম এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত একটি ছোট ট্রাক উল্টে লাদেন (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ সকালে এ ঘটনা ঘটে। নিহত লাদেন সদর উপজেলার বিলআকছি গ্রামের তবুর মোল্যার পুত্র।
পুলিশ জানায়, লাদেন ইটভাটাসহ বিভিন্ন স্থানে মাটি টানা শ্রমিক হিসেবে কাজ করতেন। সকাল সাড়ে ৮ টার দিকে পেশাগত কাজের উদ্দেশ্য তিনি ঐ ট্রাকে করে মাগুরা শহরতলীর শিমুলিয়া এলাকায় যাচ্ছিলেন।
এসময় রায়গ্রাম এলাকায় পৌঁছলে তাকে বহনকারী ঐ গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এসময় তিনি ট্রাকের নীচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/২৮ মে ২০১৬/ হিমেল-১৫