চাঁপাইনবাবগঞ্জে বখাটের হামলায় দশম শ্রেণির ছাত্রী কনিকা রাণী নিহত ও তার আরো তিন সহপাঠী আহতের ঘটনার প্রতিবাদ ও হামালাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মহিপুর বাজারে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি চলাকালে চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কের দু'দিকে অসংখ্য যানবাহন আটকা পড়ে। কর্মসূচিতে ওই এলাকার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়াও শিক্ষকসহ নানা পেশাজীবীর মানুষ অংশ নেন কর্মসূচিতে।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আসজাদুর রহমান মান্নু, আরাফুল ইসলাম আজিজি, বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলামসহ অন্যরা।
উল্লেখ্য, শুক্রবার সকালে সদর উপজেলার মহিপুরে প্রাইভেট পড়ে যাওয়ার সময় মালেক নামে এক বখাটে ধারালো অস্ত্র দিয়ে দশম শ্রেণির ছাত্রী কনিকা রানীকে কুপিয়ে হত্যা করে। এঘটনায় তার অন্য ৩ সহপাঠীকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘাতক মালেককে আটক করে স্থানীয় জনতা পুলিশ সোপর্দ করেছে।
বিডি-প্রতিদিন/ ২৮ মে ১৬/ সালাহ উদ্দীন