হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কারগাও ইউনিয়নের সাকুয়া গ্রামে বজ্রপাতে দু'জনের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল ৪টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে। মৃতরা হলেন- সাকুয়া গ্রামের ইছহারুল হকের ছেলে জাবেদ মিয়া ও দূর্গাপুর গ্রামের হরিচরণ দাশের ছেলে কৃষ্ণ গোপাল দাশ।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন জানান, বিকেলে জাবেদ মিয়া ও কৃষ্ণ গোপাল দাশ বাড়ির পাশের হাওরে ধানক্ষেতে কাজ করছিলেন। এসময় বজ্রপাত হলে তারা আহত হন। এ অবস্থায় স্থানীয় লোকজন ওই দু’জনকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ১৯ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন