রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে গেয়ে পানিতে ডুবে মুন্না শেখ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মুন্না মহানগরীর হাদীর মোড় নদীপাড় এলাকার মুকুল আলীর ছেলে।
নিহতের বাবা মুকুল আলী জানান, সোমবার দুপুর ১ টার দিকে তার ছেলে বাড়ির পাশে পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় স্রোতের তোড়ে সে তলিয়ে যায়। পরে রাজশাহী ফায়ার সার্ভিসের স্টেশনে খবর দেওয়া হয়। এরপর বিকেল সাড়ে ৪ টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর তলদেশ থেকে মুন্নার লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার