রাজশাহীর তানোরে বজ্রপাতে সুজন আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কুজিশহর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সুজন ওই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৩ টার দিকে সুজন ও তার বাবা আশরাফুল মাঠে ঘাস কেটে বাড়ি ফিরছিলেন। এ সময় মেঘাচ্ছন্ন আকাশে হঠাৎ বজ্রপাত হলে সুজন ঘটনাস্থলে মারা যান। তবে সুস্থ্ আছেন নিহতের বাবা আশরাফুল ইসলাম।
বিডি প্রতিদিন/এ মজুমদার