নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সোমবার দুপুর ১ টার দিকে আফাজিয়া বাজার সংলগ্ন প্রধান সড়কে মিনি বাসের ধাক্কায় মো. সৈকত (৬) নামে এক শিশু গুরুতর আহত হয়। আহত শিশুটিকে ঘটনাস্থল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুটি চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের মো. শরিফ উদ্দিনের ছেলে। নিহত শিশু সৈকত স্থানীয় একটি মাদ্রাসায় ছাত্র।
এ ব্যাপারে এখন পর্যন্ত হাতিয়া থানায় কোন মামলা হয়নি বলে জানান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক।
বিডি প্রতিদিন/এ মজুমদার