নড়াইলের লোহাগড়া উপজেলার লুটিয়া গ্রামে মাদকাসক্ত বড় ভাই সরজিৎ ঘোষের ছুরির আঘাতে ছোট ভাই অভিজিৎ ঘোষ (৩৫) নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ছুরিকাহত হন তিনি। নিহত অভিজিৎ ওই গ্রামের ফটিক কুমার ঘোষের ছেলে।
স্থানীয়রা জানান, মাদকাসক্ত সরজিৎ টাকার জন্য প্রায়ই বাড়ির লোকজনের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। সোমবার বিকেলে সরজিৎ বাড়ি ফেরার পর অভিজিতের সঙ্গে এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সরজিৎ ক্ষিপ্ত হয়ে ভেলা (ছুরি জাতীয় দেশিয় অস্ত্র) দিয়ে অভিজিৎকে আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার উপ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, শুনেছি দুই ভাইয়ের কথা কাটাকাটির জের ধরে ছুরিকাঘাতে এক ভাই নিহত হয়েছেন। পরিবারের সদস্যরা মামলা করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ ১৯ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন