পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) বান্দরবান, লামা ও রোয়ংছড়ি কার্যালয়ে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় কার্যালয় থেকে একটি কম্পিউটার, ইন্টারনেটের মডেম, কার্যালয়ের গুরুত্ত্বপূর্ণ নথি, একটি ডিজিটাল ক্যামেরা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ ও জেএসএস কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার রাতে যৌথবাহিনী এ অভিযান চালায়। অভিযানকালে কাউকে আটকের খবর পাওয়া যায়নি।
এদিকে বান্দরবান সদর, লামা ও রোয়াংছড়িতে জেএসএস কার্যালয়ে যৌথ বাহিনীর অভিযানে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জেএসএস বান্দরবান শাখার সাধারণ সম্পাদক ক্য বা মং মার্মা।
বিবৃতিতে বলা হয়েছে, বান্দরবানে জনসংহতি সমিতির উপর এ ধরণের অন্যায় তল্লাশী অভিযান, কার্যালয় ভাঙচুর, দলিলপত্র নিয়ে যাওয়া, দমন-পীড়ন, হয়রাণি বন্ধ করা না হলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ