সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীতে শিয়ালের কামড়ে শিশুসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে বহুলী ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, রাজাপুর গ্রামের কবির আলমের ছেলে শিশু হাবিবুল্লাহ (৩), মৃত মনতেজ আলীর ছেলে সাইদুল ইসলাম (৫২), মৃত মফিজ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৪৮), দেলবার হোসেনের ছেলে বি আলম (৩৫)। এবং অন্য দুই জনের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা মাসুদ রানা জানান, সন্ধ্যার দিকে কবির আলমের বাড়ির বারান্দায় শিশু আব্দুল্লাহ খেলা করছিল। এ সময় কয়েকটি শিয়াল এসে শিশুটিকে কামড় দিলে শিশুটির মা তা দেখে চিৎকার শুরু করেন। এরপরে আশেপাশের লোকজন এসে শিয়ালগুলোকে লাঠি দিয়ে মারতে গেলে তাদেরকেও কামড়ে আহত করে।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের ডা. শামিমুল ইসলাম জানান, আহতদের শরীরের বিভিন্ন অংশে ক্ষতবিক্ষত হয়েছে। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার