কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। নিহত যুবকের নাম মোঃ মাহফুজ (১৭)। সে চৌদ্দগ্রাম পৌরসভার পাঁচরা গ্রামের মধু মেম্বারের বাড়ির মাঈন উদ্দিনের ছেলে।
সোমবার রাত সোয়া নয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডলি রিসোর্ট হোটেল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, চারজন যুবক একটি মোটরসাইকেল নিয়ে ডলি রিসোর্ট হোটেলে যাচ্ছিল। পথিমধ্যে হোটেল এলাকায় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মাহফুজ নিহত ও অপর তিনজন আহত হয়।
আহতরা হলেন, চৌদ্দগ্রাম থানা মসজিদের খতিব ডাঃ সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীরের ছেলে রাহাত, তার খালাতো ভাই রহমত উল্যাহ ও চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী মীর হোসেনের ছেলে ফাহিম। স্থানীয়রা আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। আশঙ্কাজনক অবস্থায় আহত রাহাতকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে ঘটনাস্থলে যাওয়া চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার রাত সোয়া দশটায় জানান, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার শেষে যান চলাচল স্বাভাবিক করে’।
বিডি-প্রতিদিন/ ১৯ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন