গাইবান্ধার সাদুল্যাপুরের খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফারাজিপাড়ায় মোস্তাফিজার রহমান (৪৪) নামে এক ভ্যান চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত ৮টার দিকে এলাকায় এ ঘটনা ঘটে। মোস্তাফিজার রহমান সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর গ্রামের মফিজল ইসলামের ছেলে।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/ ১৯ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন