জুতার ভেতর লুকিয়ে ইয়াবা পাচারকালে কক্সবাজারের টেকনাফ থেকে মিয়ানমারের দুই নারীকে আটক করেছে বিজিবি। সোমবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের হ্যাচ্চার খালের কেওড়া বাগান এলাকা দিয়ে অনুপ্রবেশকালে তাদের আটক করা হয়।
এসময় জুতার ভেতর থেকে ২৪ লাখ ১৭ হাজার ৪০০ টাকা মূল্যের আট হাজার ৫৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন মিয়ানমারের মংডু শহরের বাসিন্দা গোলজার বেগম (৪৫) এবং হোছনে আরা বেগম (৩৫)।
টেকনাফ বিজিবি-২ ব্যাটলিয়ান সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালানসহ রোহিঙ্গা অনুপ্রবেশ করছে এমন খবরে সোমবার রাত সাড়ে ৯টার দিকে হ্যাচ্চার খালের কেওড়া বাগানে অবস্থান নেয় বিজিবি জোয়ানরা। এর প্রায় ঘণ্টাখানেক পর সীমান্ত পার হয়ে অবৈধ অনুপ্রবেশের সময় মিয়ানমারের ঐ দুই নারীকে আটক করা হয়। পরবর্তীতে তাদের পায়ের জুতার ভেতর লুকিয়ে অভিনব কৌশলে আনা ৮ হাজার ৫৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/২০ সেপ্টেম্বর ২০১৬/হিমেল