ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ উপজেলার রাউদপাড়া এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রয়ণ হারিয়ে খাদে পড়ে ১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত দেড়টার দিনে এ দুর্ঘটনা ঘটে।
বাসযাত্রীরা জানান, রাতে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রাত দেড়টার দিকে পীরগঞ্জের কলাবাগানের রাউদপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রয় হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় ২১ জন আহত হন। আহতদের উদ্ধার রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাদীণ অবস্থায় একজন মারা যান।
পীরগঞ্জের বড়দগাহ হাইওয়ের ইনচার্জ মো. শহিদুল ইসলাম ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ২০ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন