টাঙ্গাইলের মধুপুরে বজ্রপাতে ঘুমন্ত অবস্থায় বাবা নিখিল হাজং(৪৫) ও দুই শিশু ছেলে জর্জ সিমসাং(১০) ও লোটন সিমসাং (৮) এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন মা জনতা সিমসাং (৪০)।
মঙ্গলবার ভোর রাতে মধুপুর বনের মাগন্তিনগর পচারচনা গ্রামে এ ঘটনা ঘটে।
জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি মি. ইউজিন নকরেক জানান, ভোর রাতে বৃষ্টির সময় গারো পরিবারের নিখিল হাজংয়ের শোবার ঘরের উপর বজ্রপাত হয়। এতে ঘুমিয়ে থাকা নিখিল হাজংসহ তার দুই শিশু সন্তান জর্জ সিমসাং ও লোটন সিমসাং মারা যায়। এসময় ওই দুই শিশুর মা জনতা সিমসাংয়ের শরীর ঝলসে যায়। তাকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি।
বিডি-প্রতিদিন/ ২০ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন