স্রোতে বিলীন হওয়ার আটদিন পর পুনরায় সচল করা হয়েছে দৌলতদিয়ার দুই নম্বর ফেরিঘাট। এদিকে, পন্টুনে গাড়ি ওঠা-নামার সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় চার নম্বর ঘাটটি এখনো বন্ধ রয়েছে।
দৌলতদিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া এলাকার মোট চারটি ফেরিঘাটের মধ্যে দুইটি বন্ধ ছিল। সোমবার দিবাগত রাত ১১টা থেকে নতুন করে পন্টুন স্থাপন করে ফেরিঘাটের দুই নম্বর ঘাট সচল করা হয়েছে।
এদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট ও বড় ১৩টি ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ-পুলিশের ইনচার্জ শামসুল আলম জানিয়েছেন, পাটুরিয়া ফেরিঘাটে বাড়তি যানবাহনের কোনো চাপ নেই।
বিডি-প্রতিদিন/ ২০ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন