সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামে আজ সকাল ৭টার দিকে বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে আরো ৬ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- শামীম আহমদ (৪৫) ও তহুর মিয়া (৩৫)। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতের সময় তারা বাড়ির পাশের হাওরে মাছ শিকার করছিলেন।
বিডি প্রতিদিন/ ২০ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম