মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মুন্সিগঞ্জের সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) সামসুজ্জামান বাবু ।
নিহতদের মধ্যে ১ জন ঘটনাস্থলে এবং ২ জন শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়। এদের মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী রয়েছেন।
সামসুজ্জামান বাবু বলেন, রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত যান দুটি সরানোর পর বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আহত ৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। নিহত একজন লেগুনার চালক হতে পারে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/২০ সেপ্টেম্বর, ২০১৬/এনায়েত/মাহবুব