বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের লাকুটিয়া সড়কের একতা বাজার এলাকা থেকে ৫০৭পিস ইয়াবাসহ কামাল শরীফ ওরফে তেল কামাল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়। আটক কামাল নগরীর এয়ারপোর্ট থানার চন্দ্রপাড়া এলাকার মৃত ফজলে আলী শরীফের ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল লাকুটিয়া সড়কের একতা বাজার এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে ধাওয়া করে ধরে ফেলে র্যাব সদস্যরা। পরে তার দেহ তল্লাশি করে দুটি প্যাকেটে ভরা ৫০৭পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কামাল স্বীকার করে দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবার চালান এনে নগরীর বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করে আসছিলো সে। পরে তাকে নগরীর বিমানবন্দন থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করে র্যাব।
বিডি-প্রতিদিন/ ২০ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন