ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর গ্রামের মাঠ থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, সকালে হাটফাজিলপুর গ্রামের বাহারুল ইসলামের ধানক্ষেতে এক ব্যক্তির গলিত লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ৭/৮ দিন আগে তার মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২০ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ