কক্সবাজারের টেকনাফে ৮ হাজার ৫৮ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মিয়ানমারের দুই মহিলাকে আটক করা হয়েছে। আটককৃতরা হল, মিয়ানমার মংডু এলাকার গুলশার বেগম (৪৫) ও একই এলাকার হোসনে আরা (৩৫)।
বিজিবি সূত্রে জানায়, সোমবার রাতে টেকনাফ পৌরসভার হ্যাচার সংলগ্ন বিজিবির একটি টহলদল গোপন সংবাদে মিয়ানমার থেকে অবৈধ অনুপ্রবেশকালে দুই মহিলাকে আটক করা হয়। পরবর্তীতে তাদের পরিহিত স্যান্ডেলের সুকতলী থেকে তল্লাশি চালিয়ে ৮ হাজার ৫৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ২৪ লাখ ১৭ হাজার টাকা বলে জানা যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার