বান্দরবানের লামা পৌর শহরের লাইনঝিরি এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা, মাটি পরিবহন ও ঝিরি ভরাট নিয়ন্ত্রণের লক্ষে অভিযান চালানো হয়। মঙ্গলবার ২ টার দিকে মোবাইল কোর্ট আইনে অভিযান চালিয়ে জরিমানা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ।
জানা গেছে, লামা পৌর শহরের প্রাণকেন্দ্রে লাইনঝিরি আবুল খায়ের ট্যোবাকোর সামনে ডাম্পার দিয়ে পাহাড় কেটে ঝিরি ভরাট করছিল একটি শক্তিশালী সিন্ডিকেট। অবাধে পাহাড় কাটা ও ঝিরি ভরাটের কারণে পরিবেশের চরম ক্ষতি হওয়ার আশংকা করেন এলাকাবাসি। অবৈধ পাহাড় কাটা বন্ধে মোবাইল কোর্ট আইনে পাহাড় কাটায় জড়িতদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ এ প্রতিবেদককে জানান, পাহাড় কাটা আইনত দন্ডনীয় অপরাধ। সংবাদ পেয়ে আমি পাহাড় কাটা বন্ধ করি এবং দোষীদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার