শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ভারত সীমান্তবর্তী একটি গ্রামে ধানক্ষেতের বৈদ্যুতিক তারে জড়িয়ে এক বন্যহাতির মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে জেলার উত্তর পানবর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে উত্তর পানবর গ্রামের ক্ষেতে নেমে ধান খেয়ে এবং পা দিয়ে মাড়িয়ে ধান নষ্ট করে একদল বন্যহাতি। এ সময় বন্যহাতি তাড়ানোর জন্য আগে থেকে পাতা জেনারেটরের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বন্যহাতি মারা যায়। এরপর থেকেই উত্তর পানবর ও আশেপাশের এলাকায় বন্যহাতির দলের তাণ্ডব চলতে থাকে।
এ ব্যাপারে কাংশা ইউনিয়নের চেয়ারম্যান মো. জহুরুল হক বলেন, বন্যহাতির আতঙ্কে গ্রামের সবাই অস্থির। বেশ কিছুদিন ধরে ঝিনাইগাতীর পাহাড়ি এলাকার মানুষ বন্যহাতির তাণ্ডবের কারণে ভোগান্তিতে রয়েছে। গত দুই সপ্তাহের ব্যবধানে বন্যহাতির আক্রমণে ঝিনাইগাতী সীমান্তে একজন নারীসহ দুইজন মারা যায়।
বিডি প্রতিদিন/২ সেপ্টেম্বর ২০১৬/হিমেল