চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ভুল অপারেশনে রোগী মৃত্যুর ঘটনায় ক্লিনিক মালিক ও এক নার্সকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলার রহনপুরে আল-হেরা ক্লিনিকে বাঙ্গাবাড়ী ইউনিয়নের ব্রজনাথপুর গ্রামের আবুল কালামের স্ত্রী আখতারা বেগমের (৩৫) জরায়ুর টিউমার অপারেশন করা হয়। কিন্তু অপারেশনের পরপরই আখতারা বেগম মারা গেলে তার আত্মীয়স্বজন ভুল অপারেশনে রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ তোলে। এঘটনায় রবিবার সকালে মৃত আখতারা বেগমের স্বামী আবুল কালাম বাদি হয়ে ওই ক্লিনিকের দু'জন ডাক্তার, দু'জন নার্স ও ক্লিনিক মালিকের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করে। মামলার পর পুলিশ ক্লিনিক মালিক শওকত হোসেন এবং নার্স দিলারা বেগমকে গ্রেফতার করেছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আদুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গোমস্তাপুর থানার ওসি শেখ শাহিন কামাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ০২ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন