দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ সেদেশের ব্যবসায়ীরা কোনো পণ্য রপ্তানি বা আমদানি করবেন না বলে জানা গেছে।
তবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার চালু রয়েছে। হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, সোমবার থেকে পুনরায় বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হবে।
বিডি প্রতিদিন/২ অক্টোবর ২০১৬/হিমেল