ফেনীতে ক্যারাম খেলাকে কেন্দ্র করে লোকমান হোসেন (৫০) নামে এক অটোরিক্সা চালক খুন হয়েছেন। ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের নোয়াবাদ এলাকায় শনিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন স্থানীয় আবদুর রবের ছেলে।
স্থানীয়রা জানান, ক্যরাম খেলাকে কেন্দ্র করে শনিবার রাতে নোয়াবাদ এলাকার ব্যবসায়ী নিজাম উদ্দিনের নিহতের ছেলে সোহেলকে মারধর করে। ঘটনা শুনে সোহেলের পিতা লোকমান হোসেন ঘটনাস্থলে গিয়ে নিজাম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করে। এই সময় দুই জনের মধ্যে কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে নিজাম উদ্দিন লোকমান হোসেনকে ছুরিকাঘাত করে।
স্থানীয়রা প্রথমে লোকমান হোসেনকে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাতেই চিকিৎসাধীন অবস্থায় লোকমান হোসেনের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার