নানা কর্মসূচির মধ্য দিয়ে জামালপুরে মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৪৭ তম জন্মজয়ন্তী ও আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। আজ রবিবার সকালে জামালপুর মুক্তিসংগ্রাম জাদুঘর ও গান্ধী আশ্রমের উদ্যোগে জামালপুর শহরের বকুলতলা থেকে এক ‘শান্তি পদযাত্রা’ অনুষ্ঠিত হয়।
এই পদযাত্রায় জামালপুরের জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান ছাড়াও বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকমীরা অংশ নেয়। পদযাত্রা শেষে শহীদ মিনার চত্বরে মুক্তিসংগ্রাম জাদুঘরের পরিচালক উৎপল কান্তি ধরের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, কবি সাযযাদ আনসারীসহ প্রমূখ গান্ধীর জীবনী ও অহিংসার বাণী নিয়ে বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার