বগুড়ার সোনাতলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাফি মিয়া নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার জোড়গাছা ইউনিয়নের দক্ষিণ চরপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।
জানাগেছে, রবিবার সকাল ৮ টার দিকে পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশ্ববর্তী পুকুরে নামে সাফি। পরে তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
শিশু সাফির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান।
বিডি-প্রতিদিন/ ০২ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন