কুমিলার চৌদ্দগ্রামে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে ১শ' ২০ কেজি গাঁজা ও ১ লাখ ৩ হাজার ৮শ' ২২টি আতশবাজি আটক করেছে বিজিবি।
রবিবার উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের খিলপাড়া কবরস্থান ও উজিরপুর ইউনিয়নের মিয়াবাজারে অভিযান চালিয়ে মালগুলো আটক করা হয়।
কুমিলা ১০ ব্যাটেলিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক মোঃ শহীদুল আলম জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার সকালে জগন্নাথদিঘী বিওপির বিজিবি সদস্যরা খিলপাড়া কবর স্থান থেকে ১শ' ২০ কেজি গাঁজা মালিকবিহীন অবস্থায় আটক করে। এছাড়া বিজিবির একটি বিশেষ দল মহাসড়কের মিয়াবাজার এলাকা থেকে ১ লাখ ৩ হাজার ৮শ' ২২ টি বিভিন্ন প্রকার আতশবাজি আটক করে। আটককৃত মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কুমিলা কাস্টমসে জমা করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ০২ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন