ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় মাঠপাড়া গ্রামে রবিবার সকালে পানিতে ডুবে আলিফ পাঠান নামে এক বছর বয়সী ছেলে শিশুর মৃত্যু হয়েছে।
সে শ্যামকুড় গ্রামের সুমন পাঠানের একমাত্র ছেলে। এ ঘটনায় গ্রামে হৃদয় বিদারক দৃশ্যের অবতরন হয়।
জানা গেছে, রবিবার সকাল ১০টার দিকে শিশুটির মা পিংকি খাতুন বাড়িতে ধান সিদ্ধ করছিল। এ সময় শিশুটি গুড়িগুড়ি পাঁয়ে হেটে বাড়ির পিছনের পানি ভর্তি একটি পরিত্যাক্ত গর্তের মাঝে পড়ে যায়। পরে পরিবারের লোকেরা টের পেয়ে শিশুর লাশ গর্তের পানি থেকে উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/ ০২ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন