ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৈলডুবী গ্রামে অ্যাম্বুলেন্স চাপায় মালেক সরদার (৪৫) নামে এক কৃষক মারা গেছেন।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর থেকে সদরপুরগামী সৌদি বাংলা প্রাইভেট হাসপাতালের অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ-৭৪-০০৬৯) চাপা দিলে ওই কৃষক গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার পরে গাড়িটি জব্দ করা হলেও চালক সদর উপজেলার গদাধরডাঙ্গীর আদেল উদ্দিন শেখের ছেলে শামীম শেখ (৩২) পালিয়ে গেছেন বলে জানান সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আক্কাস হোসেন।
বিডি-প্রতিদিন/ ০২ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন