নেত্রকোনার কেন্দুয়ায় হাওরে আমন ধানের চারা রোপন করতে গিয়ে রবিবার দুপুরে বজ্রপাতে আব্দুর রাজ্জাক (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত রাজ্জাক মাসকা ইউনিয়নের বাইগুনি গ্রামের বাসিন্দা।
মাসকা ইউপি চেয়ারম্যান এ কে এম মুস্তাফিজুর রহমান জানান, বাড়ির পাশে ইছামতি হাওরে আমন আবাদে চারা রোপনের সময় হঠাৎ বজ্রপাতে আব্দুর রাজ্জাক নামের এক কৃষক আহত হন। পরে অন্যরা তাকে উদ্ধার করে কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ০২ অক্টোবর, ২০১৬/ আফরোজ