সিরাজগঞ্জের সলঙ্গায় জুয়া খেলার অভিযোগে ১১ জুয়াড়িকে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আকরাম আলী এ কারাদণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সলঙ্গা থানার ভেংড়ি গ্রামের শিতল মুন্সির ছেলে সুজাব আলী (২৮), কছিম উদ্দিনের ছেলে মাইনুল হক (৪৬), ময়েন উদ্দিনের ছেলে মজিবর রহমান (৪৫), মৃত সোবাহান আলীর ছেলে আব্দুল আজিজ (৪৩) , আছের মোল্লার ছেলে সাকাওয়াত মোল্লা (৩৮), খোদাবক্সের ছেলে সাইফুল ইসলাম (২৫), আব্দুল আজিজ প্রামানিকের ছেলে নুরুল ইসলাম (৪৬), একই থানার শলী গ্রামের মহের আলীর ছেলে সাবেদ আলী (৩০), রহমত আলীর ছেলে আব্দুল জলিল (৩২), রজব আলীর ছেলে নান্নু (৩২) ও হায়দার আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩০) ।
এদিন ভোর রাতে থানার ভেংড়ি গ্রামের আব্দুল মজিদের দোকানে ও শলী বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।
বিকেলে দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রফিক জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ