১৭দিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ধান ব্যবসায়ী আসাদুজ্জামান লাইফের। স্বামীকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন আসাদুজ্জামানের স্ত্রী স্কুল শিক্ষিকা জেসমিন আরা বেগম।
নিখোঁজ ধান ব্যবসায়ী আসাদুজ্জামান ফুলবাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। সে তার পরিবার নিয়ে ফুলবাড়ী পৌরশহরের উত্তর সুজাপুর প্রফেসর পাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন।
আসাদুজ্জামানের স্ত্রী সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা জেসমিন আরা বেগম সাংবাদিকদের বলেন, আসাদুজ্জামান একজন ধান ব্যবসায়ী। সে ধানের পাওনা টাকা নেওয়ার জন্য গত ১৫ সেপ্টেম্বর বাড়ি থেকে সকাল ১১টায় দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেয়। এর পর সে আর বাড়ি ফিরে আসেনি। তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ। এই ঘটনায় তিনি গত ১৭ সেপ্টেম্বর ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
ফুলবাড়ী থানার ওসি মোকসেদ আলী সাংবাদিকদের জানান, ঘটনাটি নিয়ে পুলিশ প্রশাসন, র্যাব ও ডিবি পুলিশ যৌথভাবে কাজ করছে। তাকে উদ্ধারের প্রচেষ্ঠা চলছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ