নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় স্থানীয় চাঁদাবাজরা মনোয়ারা বেগম নামে এক ইউপি সদস্যকে লাঠিপেটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মনোয়ারা বেগম উপজেলার নগরপাড়া এলাকার মোবারক হোসেনের স্ত্রী।
মনোয়ারা বেগম জানান, তিনি কায়েতপাড়া ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য। স্থানীয় চাঁদাবাজ সিরাজ মিয়া তার ছোট ভাই মোবারকের কাছে ৪ লাখ টাকা চাঁদা দাবি করেন। মোবারক কোন চাঁদার টাকা দিতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়। এর জের ধরেই রবিবার দুপুরে চাঁদাবাজ সিরাজ মিয়াসহ তার লোকজন মোবারক হোসেনকে লাঠিপেটা করে আহত করে। এসময় ইউপি সদস্য মনোয়ারা বেগম বাঁচাতে এগিয়ে আসলে তাকেও লাঠিপেটা করে আহত করে।
এ বিষয়ে অভিযুক্ত সিরাজ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরণের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ