কক্সবাজারে সাগরে গোসলে নেমে নিখোঁজ ছাত্র মো. রিফাত হাসানের (২৩) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় কক্সবাজার সদরের খুরুশকূল ইউনিয়নের উত্তর রাস্তার পাড়া বেড়ীবাঁধের পাশে বাঁকখালী নদীর মোহনায় তার ভাসমান লাশ পাওয়া যায়। নিহত রিফাত ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের ফেব্রিক্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি নওগাঁর সদর উপজেলার ফতেপুর এলাকার হায়দার আলীর ছেলে।
কক্সবাজার সদর থানার এসআই মানস বড়ুয়া জানান, নিহতের সহপাঠীরা কক্সবাজার সদর হাসপাতাল মর্গে মৃতদেহ শনাক্ত করেন। তিনি বলেন, কক্সবাজার সদরের খুরুশকূল উত্তর রাস্তার পাড়ার বেড়ীবাঁধ সংলগ্ন নদীতে ভাসমান অবস্থায় একটি মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করেছে।
শনিবার সকালে সহপাঠীদের সঙ্গে বেড়াতে এসে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন সাগরে গোসলে নেমে রিফাত হাসান নিখোঁজ হন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ