কিশোরগঞ্জের ভৈরবের কমলপুর গ্রামে শনিবার গভীর রাতে এক পরিবারের তিন জন এসিড দগ্ধ হয়েছেন। এরা হলেন- মো. শাওন (৩০), তার স্ত্রী জাহানারা বেগম (৪৫) ও ছেলে জাহাঙ্গীর মিয়া (১৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
প্রথমে তিনজনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে রাত ১২টার দিকে সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে, জাহানারার অবস্থা গুরুতর হলেও বাকিরা আশংকামুক্ত।
প্রতিবেশীরা জানান, তিন বছর আগে শাওন ও জাহানারার বিয়ে হয়। জাহানারার পঞ্চম স্বামী শাওন। বিয়ের পর থেকে জাহানারার অন্য স্বামীর সন্তান মো. জাহাঙ্গীর তার সঙ্গেই থাকত। এ নিয়ে জাহানারার সঙ্গে তার কলহ হতো। শাওন ও জাহানারা একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি এসিড নিক্ষেপের অভিযোগ এনেছেন।
বিডি প্রতিদিন/৩ অক্টোবর, ২০১৬/ফারজানা