পুলিশের কাজে বাধা দেওয়া ও নাশকতার মামলায় সিরাজগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী আলমকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুর ১২ টার দিকে শহরের রেইলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মুন্সী আলম পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মিরপুর উত্তরপাড়া মহল্লার মরহুম মুন্সী গোলাম হোসেনের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, আটকৃত মুন্সী আলমের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়া ও নাশকতার অভিযোগে ১৩ টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার