টাঙ্গাইলের ঘাটাইলে ডাকাত সন্দেহে গণপিটুনিতে বিপ্লব (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়তি সন্দেহে আরো চার জনকে আটক করছে পুলিশ। গতরাতে ঘাটাইল উপজলোর শোলাকুড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত বিপ্লব খুলনার মহির উদ্দিনের ছেলে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, নিহত বিপ্লবসহ কয়েকজন ঘাটাইল উপজেলার সাগরদিঘী-ভরাডুবা সড়কের শোলাকুড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এলাকাবাসী টের পেয়ে তাদেরকে দাওয়া করে। এ সময় তারা দিকবেদিক ছুটে যায়। এক পর্যায়ে এলাকাবাসী বিপ্লবকে আটক করে গণপিটুনি দেয়।
খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় বিপ্লবকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ ঘাটাইলের জোড়দিঘী ও সখীপুরের কচুয়া এলাকা থেকে আরো ৪ জনকে আটক করেছে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার