লক্ষীপুরের রায়পুর উপজেলার ফার্মেসীগুলোতে নিষিদ্ধ ওষুধে সয়লাব। বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক সারাদেশে ৫১টি ওষুধ উৎপাদন, ক্রয়-বিক্রয়, বিতরণ, মজুদ ও প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবুও রায়পুর উপজেলার ফার্মেসীগুলোতে ওইসব নিষিদ্ধ ওষুধে সয়লাব। পৌর শহরসহ গ্রাম-গঞ্জের অধিকাংশ ফার্মেসীগুলোতেই ওইসব ওষুধগুলো বিক্রি করা হচ্ছে।
এ বিষয়ে লক্ষীপুর সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহম্মদ বলেন, নিষিদ্ধ ওষুধগুলোর ব্যাপারে নজর রাখার দায়িত্ব ড্রাগ-সুপারের। তবে ক্লিনিক ও চিকিৎসকরা যেন এ ধরণের ওষুধ বিক্রয় না করে সে বিষয়ে আমি খেয়াল রাখছি।
লক্ষীপুর জেলা ড্রাগ সুপার তানভীর আহম্মদ জানান, গত কয়েকদিনে নিষিদ্ধ ওষুধ মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কয়েকটি দোকানে জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার