২৮ লক্ষ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে দুদকের মামলায় নোয়াখালীর ছাতারপাইয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে তাকে গ্রেফতার করা হয় বলে জানান সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন।
এর আগে, নোয়াখালীর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মশিউর রহমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
আনোয়ার হোসেন জানান, জ্ঞাত আয় বর্হিভুত ২৮ লক্ষ টাকার সম্পদ অর্জন ও অবৈধভাবে ভোগদখলের অভিযোগে দুদকের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, দুদকের নিকট সম্পত্তির হিসাব বিবরণীতে তথ্য গোপন করা এবং জ্ঞাত আয়ের সাথে প্রকৃত সম্পদের মিল না থাকায় তার বিরুদ্ধে এ মামলা হয়।
বিডি-প্রতিদিন/০৩ অক্টোবর, ২০১৬/মাহবুব