বাগেরহাটের মোরেলগঞ্জে আবু সালেহ খান(৪০) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
ইউনিয়ন তহশীল অফিসের খতিয়ান বইয়ে লাল কালি দিয়ে একটি প্রতিষ্ঠানের নাম কেটে দেওয়ার অভিযোগে সোমবার বিকেল ৩টায় থানা পুলিশ তাকে আটক করে।
কাঠালতলা গ্রামের আবু সাইদ খানের ছেলে আবু ছালেহ বারইখালী হাজী ইব্রাহিম স্মৃতি দাখিল মাদ্রাসার সহকারি মৌলভী পদে চাকুরি করছেন।
এ সম্পর্কে সহকারি কমিশনার(ভূমি) মো. নাজমুল হুদা বলেন, আবু সালেহ আজ বেলা ৩টার দিকে অফিসে ঢুকে খতিয়ান বই খুলে একটি প্রতিষ্ঠানের নাম লাল কালি দিয়ে কেটে দেয়। ১৯৮৩সাল থেকে ওই প্রতিষ্ঠানটির নামেই দাখিলা কাটা হচ্ছে। বিষয়টি তৎক্ষনাত সবার নজরে আসলে তারা আবু সালেহকে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা সাগর কুমার সেন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
দুটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিরোধের কারনে আবু সালেহ খতিয়ান বইয়ে নাম পরিবর্তন করে অন্য একটি প্রতিষ্ঠানের নামে দাখিলা কাটার জন্য এ কাজ করেছেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ০৩ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন