সিরাজগঞ্জের সলঙ্গায় বজ্রপাতে নেজাব আলী (৫৫) নামে ভ্যানচালক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল চারটার দিকে সলঙ্গা-ঘুড়কা আঞ্চলি সড়কের ভুরভুড়িয়া বিল গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত নেজাব আলী শ্রীরামের পাড়া গ্রামের মৃত গহের আলী ছেলে।
সলঙ্গা থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান হাসান লিংকন জানান, বৃষ্টির মধ্যে সলঙ্গা হাট থেকে ভ্যান নিয়ে ফিরছিল। ভুরভুরিয়া বিল এলাকায় পৌছলে হঠাৎ বজ্রপাত হয়। এতে তার শরীর ঝলসে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।
বিডি-প্রতিদিন/ ০৩ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন