বাগেরহাটের মোরেলগঞ্জে এক বৃদ্ধার বসত বাড়িতে অগ্নি সংযোগের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ১০টার দিকে সানকিভাঙ্গা গ্রামের লাল বরু বেগমের বসত বাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। মৃত হযরত আলী হাওলাদারের স্ত্রী বৃদ্ধা লাল বরুর (৭০) কোন সন্তান নেই। ওই বাড়িতে তিনি দত্তক নেয়া মেয়েকে নিয়ে বসবাস করতেন।
আগুনে নগদ ২৫ হাজার টাকা, ফ্রিজ, টিভিসহ প্রয়োজনীয় আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে বলে লাল বরু জানান। স্থানীয়রা জানান, হঠাৎ করেই ঘরটিতে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছালেও ততক্ষণে সবকিছু পুড়ে যায়।
লাল বরুর অভিযোগ, তার ওই বাড়ি ও জমির মালিকানা দত্তক নেওয়া কন্যা পাবে এই সন্দেহে স্বামীপক্ষের ওয়ারিশদের কেউ ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। তার স্বামী মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে ওয়ার্ড বয় পদে চাকরি করতেন। স্বামীর পেনশনের টাকা ও ৫ কাঠা জমির বাড়িতে একটি বসতঘরই ছিল লাল বরুর সম্বল। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৪ অক্টোবর, ২০১৬/ আফরোজ