বান্দরবানের লামায় বৌদ্ধ মূর্তি ভাংচুরের অভিযোগে মানববন্ধন করেছে বৌদ্ধ ধর্মালম্বী লোকজন এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
মঙ্গলবার বেলা ১টায় লামা উপজেলা পরিষদের সামনে সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী কার্যালয়ে করা অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত রবিবার রাত ২টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের জনৈক আজিম, জসিম, কালাম, লুৎফর, শাহ আলম ও জাকের হোসেন মজুমদার সহ অজ্ঞাতনামা আরো ২০/৩০ জন সন্ত্রাসী বৌদ্ধ মূর্তি ভাংচুর করে।
উক্ত বৌদ্ধ বিহারে হামলা ও মূর্তি ভাংচুরের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করে ঘটনার সুবিচার দাবি জানায় বৌদ্ধ ধর্মালম্বী লোকজন এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
বিষয়টি জানাজানি হলে লামা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ (ওসি) লামা থানা ও বিভিন্ন গোয়েন্দা সংন্থার লোকজন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, বিষয়টি জানার সাথে সাথে আমি দ্রুত সকালে ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর এলাকা বৌদ্ধ বিহার যাই। ধর্মীয় অনুভুতিতে আঘাত করে এমন কাউকে ছাড় দেয়া হবেনা।
বিডি-প্রতিদিন/ ০৪ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন