লক্ষীপুরের রায়পুর উপজেলায় পুলিশ সুপার মো. মাহমুদুর রহমান সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। তিনি সিলেট রেঞ্জের পুলিশের আর.আর.এম কমান্ডেন্ট অফিসার। সোমবার রাতে তার গ্রামের বাড়ি উপজেলার কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় সংঘবদ্ধ ডাকাত দল প্রায় ৭ ভরি স্বর্ণও নগদ অর্থসহ প্রায় ৬ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত গেটের তালা কেটে দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে ঘরের লোকজনকে জিম্মি করে ডাকাতি করে চলে যায়। এ সময় তাদের বাঁধা দিতে গেলে পুলিশ সুপারের মা ও বাবা আহত হন। খবর পেয়ে পুলিশ এসপির বাবা-মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
আজ সকালে রায়পুর থানার (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন ও কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার